মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে মহারশি নদীর পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার সদর বাজারের পাশ্ববর্তী মহারশি নদীতে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারী মডেল উচ্চবিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের পাশ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল ওই দুই খালাতো ভাই-বোন। শুক্রবার সকাল দশটা থেকে ওই দুই শিশুকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করে পাননি। পরে নানাবাড়ির পাশের মহারশি নদীর পানি থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply