আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের উপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। রোববার সকালে মহেশপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধারা থানার সামনে এ কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলার সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মোস্তফা মাস্টার, আব্দুর রহমান, ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, মিকাইল হোসেন, শ্যামকুড় কমান্ডার তসলিম উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য শেখ হাসেম ও এম এ আসাদ। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কমকর্তার নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করেন মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর ৬ নং নেপা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুস সাত্তারের উপর ফারুক বিল্লাহ ও কামরুজ্জামানসহ ৪/৫ জন হামলা, মারপিট ও শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ ফারুক বিল্লাহকে আটক করলেও আদালত থেকে জামিনে সে বেরিয়ে এসে আবার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply