ড.মোঃ ফারুক হোসেন,ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ
ঝিনাইদহে একটি নকল বিড়ি কারখানা আবিস্কার ও জাল ব্যান্ডরোল এবং বিড়ি তৈরীর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। আদালতের বিচারক জানান, কালীগঞ্জের দেবরাজপুর গ্রামের শাজাহান নামের এক ব্যক্তি অনেকদিন যাবত নকল বিড়ি তৈরী ও জাল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মুল্যের জাল ব্যান্ডরোল ও বিপুল পরিমান বিড়ি তৈরীর উপকরণ জব্দ করা হয়। এসময় পালিয়ে যায় মালিক শাজাহান। পরে ব্যান্ডরোল কাস্টমসে জমা দেওয়া হয় এবং বিড়ি তৈরীর উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply