আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ :
ঝিনাইদহে পাটের মুল্য মণপ্রতি ২৫’শ টাকার দাবীতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত। স্বাধীন কৃষক সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের এইচ এস এস সড়কে গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে কর্মসূচী পালন করে কৃষকেরা। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কৃষক সংগঠনের সভাপতি রেবায়েত মোল্লা, মাগুরা শাখার সভাপতি আব্দুল মমিন, তালিব বাশার নয়ন,শহিদুল ইসলাম, হায়দার আলী, আক্কাস আলী, ইসাহাক আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রতিমণ পাঠ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ১৪’শ থেকে ১৫’শ টাকা কিন্তু বর্তমানে পাটের মুল্যে ১২শ থেকে ১৪শ টাকারও কম। তাই কৃষির স্থায়িত্বশীলতা এবং কৃষকদের উন্নতির জন্য প্রতিমণ পাটের মুল্যে ২৫’শ টাকা নির্ধারণের দাবী জানান কৃষকেরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply