ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সবজি ক্ষেত খাওয়ানোর প্রতিবাদ করায় এক গৃহবধূ ও তার কন্যাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কুমড়াবাড়ীয়া গ্রামে ঘটেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর স্বামী জানিয়েছেন।
ভুক্তভোগীর স্বামী ঐ গ্রামের ঝন্টু শেখ (৪০) একই গ্রামের বিবাদী-১। মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা মোঃ তিজারত শেখ ২। মোঃ তিজারত শেখ (৫৫), পিতা মৃত আজাহার শেখ ৩। মোঃ আসাদুল ইসলাম(৩০) ৪। মোছা: মনীরা খাতুন (৪৫), উভয় পিতা মোঃ তিজারত শেখ,৫। মোছা: আম্বিয়া বেগম (৫০), স্বামী মোঃ তিজারত শেখ, দ্বয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার এবং তার পরিবারের লোকজনদের জানমালের নানা ক্ষয়ক্ষতি করে আসছেন ।
শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ৪ ও ৫ নম্বর বিবাদী ঝন্টু সেখের সবজির ক্ষেতে গরু-ছাগল লাগিয়ে ক্ষেত খাওয়ানোর সময় তার স্ত্রী শাহিদা খাতুন (৩৫) ও কন্যা মোছাঃ মিমি খাতুন (১৬) বাঁধা দিলে ৪ ও ৫ নম্বর বিবাদীর সহিত কথা কাটাকাটির এক পর্যায়ে অন্যান্য বিবাদীগন হাতে সোল দা, লোহার রড, বাঁশের লাঠিসহ, ঘটনাস্থলে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এবং তার স্ত্রী-কন্যাকে এলোপাতাড়ি মারপিট ও বেদনা যুক্ত যখম করে। ঐ সময় ৪ ও ৫ নম্বর বিবাদী ঝন্টু শেখের রোজা থাকা স্ত্রী ও কন্যার চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারপিট করে মাটিতে ফেলে দেয়।তখন ১নম্বর বিবাদী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ঝন্টূ শেখের স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে।২ নম্বর বিবাদী তার কন্যাকে কিল-ঘুসি ও লাথি মারিয়া চুলের মুঠি ধরে মাঠের ভিতরে ঘোরাতে থাকে ও কাপড়-চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়।
এ সময় ঝন্টু শেখের স্ত্রী ও কন্যার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ঝন্টু সেখ বলেন, তার স্ত্রী ও কন্যার অবস্থা ভালো না। বিবাদী গন তারপরও তার পরিবারের লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করিতেছে। যেকোনো সময় বিবাদীগণ তার ও তার পরিবারের লোকজনদের খুন-জখম সহ যেকোনো ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আতঙ্ক বোধ করছেন । এমতাবস্থায় তার আইনি সহায়তা একান্ত প্রয়োজন বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিবাদী তিজারত শেখ বলেন, ঘটনাটা নিয়ে আমি নিজেই ব্যথিত এবং মর্মাহত। ঝন্টু আমার নিজের আপন বড় ভাইয়ের ছেলে। জমিতে ছাগল বাধা নিয়ে মেয়েদের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply