ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন- সদর উপজেলার লাউদিয়া এলাকার আসালাম হোসেন (২৮) ও মাহাবুল হোসেন (২৯)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশার আরও সাত যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply