রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই রুবেল সরকার গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী উত্তরায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ২ বাংলাদেশির ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ছাত্র সংসদকে টর্চারসেলে রূপান্তর, ব্যক্তিগত ক্ষোভের জেরে ছাত্র সংসদে ‘ছাত্র’ পেটালেন ছাত্রলীগ নেতা নীলফামারীতে রোজিনা হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যার স্বীকৃতি পেতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজ পড়তে গিয়ে রিকশা হারানো সেই রশিদের পাশে তাশরিফ নতুন অস্ত্র ছাড়া মরতে সেনা পাঠাব না: জেলেনস্কি

টঙ্গীতে আলাউদ্দিন মোল্লা গংদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩০ Time View

 

মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে আলাউদ্দিন মোল্লা গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভোক্তভোগী পরিবার গত শনিবার টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা সংলগ্ন খাঁ পাড়া রোডে মো: আমান উল্লা খান ও রাবেয়া বিনতে আমান মলিদের সম্পত্তি যাহা ইতিপূর্বে বাঁশের বেড়া দ্বারা বেষ্টিত ১৭শতাংশ জমি গত বুধবার আলাউদ্দিন মোল্লা গংদের লোকজন উপস্থিত হইয়া স্থানীয় যুবলীগ নেতার লাঠিয়াল বাহিনী নিয়ে উক্ত জমিতে টিনের বেড়া নির্মাণ করে একটি গেইটে তালাবদ্ধ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়।

এ বিষয়ে জমির মালিক আমান উল্লা খানের মেয়ে রাবেয়া বিনতে আমান জানান, বিগত ১৫ ডিসেম্বর ২০১৯ইং আমাদের মালিকানাধীন সম্পত্তি ১৭শতাংশ আলাউদ্দিন মোল্লা গংদের সাথে একটি রেজিষ্ট্রি বায়নাপত্র দলিল চুক্তি সম্পন্ন হয়। যাহা ৬ মাস মেয়াদ চুক্তিপত্রে শর্ত থাকে। শর্ত মোতাবেক নির্দিষ্ট সময়ের ভিতরে ধায্যমূল্য পরিশোধ করিয়া জমি রেজিষ্ট্রি করে না নেয়ার কারণে ১৪ ডিসেম্বর ২০২০ইং তারিখ এড. লাবিব উদ্দিন সিদ্দিকী কর্তৃক অভিযোগে মোয়াক্কেলদ্বয় কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইয়া তাহাদের পরামর্শ ও প্রদশিত কাগজপত্র এবং তথ্য উপাত্তের ভিত্তিতে বায়নাকৃত আলাউদ্দিন মোল্লা গংদের বিরুদ্ধে একটি চূড়ান্ত নোটিশ প্রদান করা হইয়াছে। নোটিশে উল্লেখিত সম্পত্তির তফসিল টঙ্গী পশ্চিম মৌজা, আউচপাড়াস্থ সিএস-১৬৩, এসএ খতিয়ান-২৫০, ২৪৯ আর এস খতিয়ান-৩০৮, ১০২ সাবেক দাগ নং-৫৬, ৫৭, ১৫২, ১০৮, ১৪৩, ১১৮, ১৪১, ৭১, ১৩৮, ৫৫৩, আরএস দাগ নং-২৫৩, ২৫৮, ২৫৯, ২৯০, ৫৩৬, ২৬৮, ৫৪২, ২৬৯, ১৬৯, ২৪৩, ১১২৫, মোট জমি ৩৯৩শতাংশ, উহার কাতে ১৭ শতাংশ। চূড়ান্ত নোটিশ প্রাপ্তি হইয়া বায়না সূত্রে মালিকানা দাবীকৃত আলাউদ্দিন মোল্লা গংরা কোন ধরনের আইনি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক উক্ত সম্পত্তি দখল করে নেয়। এ ঘটনায় ভোক্তভোগী টঙ্গী সফিউদ্দিন স্কুলের শিক্ষক আমান উল্লা খান ও তার বড় মেয়ে রাবেয়া বিনতে আমান মলি সংবাদ কর্মীদের জানান, জমির বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা অবগত রয়েছেন।

জমি জোরপূর্বক দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ন্যায় সঙ্গত বাধা প্রদান করিলে আলাউদ্দিন মোল্লা গংদের নিযুক্ত সন্ত্রাসী বাহিনীর হুমকি ধমকিতে ভয়ে জীবন রক্ষার্থে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। ঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে জীবন নাশের হুমকি ধমকি দিয়ে আসছে।

এ ঘটনায় স্কুল শিক্ষক আমান উল্লা খান আরো জানান, আমার স্ত্রীর কবরস্থান যাহা দখল করে আলাউদ্দিন মোল্লা গংরা দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। এ সকল জোতদ্বার লাঠিয়াল বাহিনী ভূমিদস্যুদের করাল গ্রাস থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়