Amar Praner Bangladesh

টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ছিন্নমূল শিশুদের জন্মদিন উৎসব পালিত

 

 

আব্দুল খালেক সুমন :

 

গাজীপুর-টঙ্গীতে সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা সভা ও ওয়েস্ট বিন বিতরণ সহ, ছিন্নমূল শিশুদের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিনের উৎসব পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু।

আরো উপস্থিত ছিলেন, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহ অন্যান্য শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানটি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজনে দায়িত্বে ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র অফিসার সেন্টু গমেন্টস, সহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় কাউন্সিলর নুরুল ইসলাম নুরু ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ছিন্নমূল শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ও ওয়েস্ট বিন বিতরণ করেন।