বশির আলম মালঃ
গাজীপুরের টঙ্গীতে আরেক কলেজ শিক্ষক আনিসুর রহমান বাবুল করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি গাজীপুরের টঙ্গী সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। রোববার ভোরে জ্বর নিয়ে আউচপাড়া সুর তরঙ্গ রোডের একটি বাড়িতে তার মৃত্যু হয়। মৃত শিক্ষকের গ্রামের বাড়ি পূর্বাচল উপশহরে। তিনি আউচপাড়া সুর তরঙ্গ রোডের একটি ভাড়া বাড়ির ৫ম তলায় থাকতেন। টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. নাজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই শিক্ষকের মৃতের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান জানান, গত পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনিও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃত্যুর পর করোনার ভয়ে মরদেহের কাছে কেউ যাননি। পরে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুগান্তরের স্টাফ রিপোর্টার এমএম হেলাল উদ্দিনের নেতৃত্বে করোনা স্বেচ্ছাসেবী কর্মীরা এগিয়ে এসে মরদেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এর আগে শনিবার রাতে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply