মো: বশির আলম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান মাসুম সিকদারের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী মার্কেট থেকে শুরু করে টঙ্গীর কলেজ গেট এলাকায় গিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় মাসুম সিকদার বলেন, অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধ অনতিবিলম্বে মিথ্যা অভিযোগ তুলে নেয়ার জোর দাবী জানান। অন্যথায় ছাত্রদল বসে থাকবে না। কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। আন্দোলন সংগ্রামে থেকে জনগনের দাবি পুনরধ্বারে ছাত্রদল ঐক্যবদ্ধ থাকবেন বলে আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে এক গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরই প্রতিবাদে সারাদেশে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply