আব্দুল খালেক সুমন :
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পথশিশু ও বিভিন্ন ক্রিড়া সংগঠনের শিশু-কিশোরীদের মধ্যে ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাটমিন্টন ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
আলোচনা শেষে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গেইস্ট অব অনার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপি উপ পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, ইউনিসেফ বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কল্পনা ও বাফুফে সদস্য কাউন্সিলর নুরুল ইসলাম নুরু।
এ প্রতিযোগিতায় প্রায় দুইশত ছেলে মেয়ে অংশ গ্রহন করেছে। খেলা শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন বাফুফে সদস্য কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ক্রীড়া সংগঠক একেএম পলাশ জলিলসহ জেলা ক্রীড়া কর্মকর্তা।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া অফিস এবং ব্যবস্থাপনায় গাজীপুর সিটি কর্পোরেশন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply