আব্দুল খালেক সুমন :
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ(ডিবি)পুলিশের একটি চৌকশ টিম টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকার বাবুর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২০০(দুই শত)পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)পুলিশ।
গত ১১ (এপ্রিল) সোমবার আনুমানিক রাত ১১ঘটিকার সময় তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ২০০(দুইশত)পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১। এনামুল @ এবাদুল (৩২) এবং ২। মো: সুজন (৩৬)।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, তারা দুইজন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।