Amar Praner Bangladesh

টঙ্গীতে বঙ্গবন্ধুর কুটক্তিকারী জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 

 

আব্দুল খালেক সুমন :

গতকাল রোববার বিকেল ৫ ঘটিকায় সময় গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধুর কুটক্তিকারী, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া এবং দুর্নীতির কারণে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সামরিক বরখাস্ত জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

উক্ত সমাবেশটি গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড থেকে চেরাগআলী এলাকায় টঙ্গী প্রেসক্লাব এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ডবাসী জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটক্তি করার, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া এবং দুর্নীতির কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সামরিক বরখাস্ত জাহাঙ্গীর আলমের অতি দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৪৬ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আলী হোসেন, হক কোম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন, গাছা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তা ইসলাম ইভা, আওয়ামীলীগ নেতা খোকন শেখ, ৪৬ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সদস্য মিজানুর রহমান রিংকু,৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন, ৪৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আজমীর কিশান, ৪৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।