বশির আলম :
টঙ্গীতে মাদক ছিনতাই চাঁদাবাজ প্রতিরোধ ও গণ সচেতনতা মূলক সভা খরতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন (এম,এ)সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য আশিফ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
মাদক ছিনতাই ও চাঁদাবাজ প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মেহেদী হাসান, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম, ৫১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান খান, আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আলী মিয়া, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আশা মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম পারভেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সাজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হোসেন, হাজী আসলাম, হাজী জয়নাল আবেদীন দেলোয়ার হোসেন ঢালী, হাজী বশির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামীম ইসতিয়াক, ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমির হোসেন লিটন, মোঃ বাচ্চু মোললা, আব্দুর রহিম, মুক্তি নাছির উদ্দিন, যুবলীগ নেতা কাউসার রহমান সাগর, হানিফুর রহমান হানিফ প্রমুখ।
উলেখ্য গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড প্রতিনিয়ত ছিনতাই, চাঁদাবাজ ও মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা। তারা প্রতিনিয়ত গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষকে আটকিয়ে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। যদি চাঁদাবাজদের চাঁদা দিতে অপরগতা প্রকাশ করে তাহলে তাদেরকে ছুরিকাগাত করে গুরুত্বর আহত করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আশার জন্য এলাকাবাসী জোর দাবী জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply