শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক‍েরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তার ক্ষতি হবে না: শাজাহান খান আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ হিন্দি সিনেমায় নৈতিকতা-মূল্যবোধের অভাব রয়েছে: কাজল যার আইনি প্যাঁচে অভিযুক্ত হলেন ট্রাম্প শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ দেশে খাদ্যের অভাব নেই: শিক্ষামন্ত্রী র‌্যাবের নেতৃত্বে উত্তরখানে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ

টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৫ Time View

 

মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

 

 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর তান্ডব চলছে সমগ্র বিশ্বজুড়ে। দেশেও চলছে অঘোষিত লকডাউন। করোনাকালে দেশে সাধারণ ছুটি চলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। দেশের সরকারের পাশাপাশি এসব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে সামাজিক দূরত্ব মেনে হতদরিদ্র, অসহায়, দুস্থ, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করলেন টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগ নেত্রী এবং টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিল্পী আক্তার।

শিল্পী আক্তার করোনার কারনে কর্মহীন হয়ে পড়া ২শ’ অসহায়, হতদরিদ্র, গরীব-অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এই উপহার সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আলু, তেল, ইফতার সামগ্রী, মাস্কসহ সুরক্ষা সামগ্রী।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের নেত্রী এবং টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিল্পী আক্তার প্রতিনিধিকে বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে এবং পবিত্র রমজান মাসে আমি আমার এলাকার খেটে খাওয়া, করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরেছি বলে মহান রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি।

শিল্পী আক্তার আরও বলেন, কর্মহীন পরিবারের মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করলাম, ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো। করোনাকালে দেশের বিত্তবানদের প্রতি আমি আহবান জানাচ্ছি আমাদের যাদের তৌফিক আছে সকলেই যেনো আমরা অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এসময় শিল্পী আক্তার সকলকে সরকারী স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব মেনে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়