মনির হোসেন (শিশির) :
গাজীপুরের টঙ্গীতে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে হোসেন মার্কেট এলাকার আল কারীম ইসলামিয়া হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই চিকিৎসক ডা. হাসিবুল ইসলামের বাসা ঢাকার মগবাজার এলাকায়।
ভুক্তভোগী নারীর স্বজনরা জানান, শনিবার রাত নয়টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকার আল কারীম ইসলামিয়া হাসপাতালে দত্তপাড়া এলাকার ওই নারী চেকআপ করতে যান। এ সময় হাসপাতালের ভেতরেই ওই নারী তার চিকিৎসকের দ্বারা যৌন হয়রানির শিকার হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার স্বজনদের খবর দিলে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসককে পাকড়াও করে থানা পুলিশের খবর দেয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ভুক্তভোগী নারীর স্বজনদের কাছে খবর পেয়ে গভীর রাতে হাসপাতাল থেকে চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিবাহিত ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় রোববার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply