Amar Praner Bangladesh

টঙ্গীতে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ মিছিল

 

 

বশির আলম : 

 

টঙ্গীতে নিহত শিক্ষক দম্পতি একেএম জিয়াউর রহমান মামুন ও মাহমুদা আক্তার জলির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে শিক্ষাার্থীরা।

রোববার দুপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টঙ্গী স্টেশন রো‌ডের ঢাকা ময়‌মন‌সিংহ মহাসড়ক প্রদ‌ক্ষিন করে।এর আ‌গে সকাল সা‌ড়ে ১১টায় স্কুল থে‌কে বি‌ক্ষোভ শুরু ক‌রে,এসময় ওই স্কু‌লের শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছি‌ল নি‌য়ে টঙ্গীর বি‌ভিন্ন শাখা সড়ক ঘু‌রে মহাসড়‌কে আ‌সেন। মহাসড়কে মি‌ছিল নিয়ে কিছু ক্ষণ অবস্থান করায় যানচলাচল বন্ধ হয়ে যায়, এসময় পুলিশের অনুরোধে প্রতিষ্ঠানে চলে যায়।