আব্দুল খালেক সুমন :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড, মাছিমপুর সরকার বাড়ী, কাজী অফিসের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড, মাছিমপুর সরকার বাড়ী, কাজী অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ কামাল মোল্লা (৪০), পিতা-মৃত করিম মোল্লা, জেলা-গাজীপুর ও ২) মোছাঃ ফাহিমা বেগম (৩৩), স্বামী-মোঃ কামাল মোল্লা, জেলা-গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে *৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট* ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গাজীপুর মহানগরীর টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।