বশির আলম, টঙ্গী প্রতিনিধিঃ
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:মতিউর রহমান মতির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরন। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া সাহিত্য প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু,গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, সাবেক ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক রোটা: মো: বিল্লাল হোসেন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব বজলুল রশিদ, শিক্ষক প্রতিনিধি আজহারুল ইসলাম সরকার, অভিভাবক সদস্য রেজাউল হক মোড়ল, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিল মোঃ সেলিম মিয়া,গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আহসান উল্লাহ, মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল,হুমায়ুন কবির বাপ্পি, ইমরান তালুকদার বশির,সহাজাদা সেলিম লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply