মো জাহাঙ্গীর আলমঃ গাজীপুর মহানগর, টঙ্গী থানাধীন পূর্ব আরিচপুর সরকারবাড়ী রোডে গত ২০ শে ডিসেম্বর, জাহাঙ্গীর (২৮) ও তার স্ত্রী মাকসুদা (২৪), টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে এবং টঙ্গী থানা পুলিশের সহায়তায় দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলা নং-৫০। তারিখ- ২০/১২/২০১৭ ইং। এছাড়াও গত ২১শে ডিসেম্বর রাতে ২৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (২২) নামে একজনকে গ্রেফতার করে টঙ্গী থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলা নং-৫৩। তারিখঃ ২১/১২/২০১৭ ইং। এ বিষয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস.আই. মোঃ লুৎফর রহমান জানান, আসামী জাহাঙ্গীর ও তার স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতারের জন্য ঘটনার দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাঙ্গীরের বাড়ীর চারপাশ ঘিরে ফেলি। পরে টঙ্গী মডেল থানার পুলিশের সহায়তায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করি। জাহাঙ্গীরকে গ্রেফতারের পর এলাকায় আনন্দ-উল্লাস করে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।
Leave a Reply