মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
প্রেসক্লাবের সভাপতির নিজ উদ্যোগে সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে এসব নিরাপত্তা সামগ্রী সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।
করোনা মহামারির মধ্যে টঙ্গীর প্রেসক্লাবের সকল সদস্যরা যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তাদের দ্বায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সে উদ্দেশ্যে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার এসব নিরাপত্তা সামগ্রী তার নিজস্ব অর্থায়নে সাংবাদিকদের মাঝে বিতরণ করেন। নিরাপত্তা সামগ্রী বিতরণের সময় বক্তব্যে তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নির্দশনাসমুহ যথাযথভাবে পালন করে নিজ নিজ অবস্থান থেকে করোনা মহামারির সঠিক তথ্য জনসাধারণের সামনে তুলে ধরার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানান।
এসময় টঙ্গী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply