সামছুদ্দিন জুয়েল :
সংগঠনের প্রতি মানুষের ভালোবাসা বাড়ানোর জন্য এক ব্যতিক্রম অনুষ্টানের আয়োজন করেছেন টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি জনাব আওলাদ হোসেন। সংগঠনের সদস্যরা নিজ পরিবারের সদস্য তার প্রমান দিলেন আওলাদ হোসেন। নিজ উদ্বেগে একই সাথে তার ক্লাবের ৬ জন সদস্যদের জন্মদিন পালন করলেন।সংগঠনের পক্ষ থেকে জন্মদিন পালন করা সদস্যগনরা হলেন ১.মোঃ মিরাজ সিকদার ২.মোঃ শামসুদ্দিন জুয়েল ৩.মোঃ মকবুল হোসেন ৪.মোছাঃ তাসলিমা আক্তার ৫.মোছাঃ কপি আক্তার ৬.মোহাম্মদ শ্রাবণ।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রোকসানা পারভীন রুবি সাংগঠনিক সম্পাদক তানজিলা ইসলাম সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।ক্লাবের সভাপতি তার আলোচনায় বলেন সংগঠন আমার ভালোবাসার জায়গা আমি সব সময় মনে করি আমার সংগঠন আমার পরিবার।আজ নববর্ষের প্রথম দিন আমার ক্লাবের ছয়জন সদস্যদের শুভ জন্মদিন তাই ভালোবাসা অনন্দ সব কিছু এক সাথে ভাগাভাগি করতে আজ কে আমার এই আয়োজন আমি সবার দীর্ঘায়ু কামনা করছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply