মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে বেপরোয়া বিনিময় বাসের চাপায় মিনহাজ (০৭) নামে এক শিশুর বাম পা বিচ্ছিন্ন হয়েছে । ওই শিশু পাশ্ববর্তী কালিহাতী উপজেলার সওদাগরপাড়া গ্রামের জসিম উদ্দিন’র ছেলে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্টেন্ড এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির বাবা জসিম উদ্দিন স্থানীয় হামিদপুর বাজারে ফেরি করে খেলনা মালামাল বিক্রি করে। মঙ্গলবার বিকালে শিশুটি তার বাবার কাছে হামিদপুর বাজারে যাচ্ছিল। এ সময় রাস্তা পারাপার হওয়ার সময় ময়মনসিংহগামী চলন্ত একটি বিনিময় বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৩৬৫৬) তাকে চাপা দেয়। এতে শিশুটির বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা বাসটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
Leave a Reply