আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও একজনের বাড়ি কালিহাতী উপজেলায়। গত ২৪ ঘন্টায় ৭১টি নমুনা পরীক্ষায় জেলায় ২৩জন করোনায় আক্রান্ত হয়েছে। রোববার (১৩ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে দেলদুয়ার উপজেলায় ৭জন, কালিহাতীতে ৫জন, ঘাটাইলে ১০জন ও গোপালপুরে ১জন নিয়ে মোট ২৩জনের করোনায় আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৫৫জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩১২ জন। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৯৫ জন।
এদিকে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৫১জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৪জন ও জেনারেল বেডে ১৭জন নিয়ে মোট ২১জন চিকিৎসাধীন রয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply