শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

টাঙ্গাইলে কৃষকের ধান কেটে দিল বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩০ Time View

 

 

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

ফসলের মাঠগুলোতে অল্প ক’দিন আগে চারদিকে সবুজের সমারোহ ছিল। যেন এক সবুজ রঙে নীলাভূমি। এখন তার রঙ বদলিয়ে রুপ দারণ করছে সোনালী রঙে। চলতি বোরো মৌসুমে ধানের ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে ফুটছে বাঁধভাঙা হাসি। তবুও যেন হতাশার আলো দেখছেন দরিদ্র ধান চাষি কৃষকরা। আকাশের মেঘে বৃষ্টির আতঙ্কে পাকা ধান নষ্টের শঙ্কা আর করোনা ভাইরাসের শ্রমিক সংকট। অন্যদিকে, অর্থাভাবে শ্রমিক না নিতে পারায় দুশ্চিন্তায় ধান চাষিরা।

এসব সংকট নিরসন মোকাবেলায় সোমবার (০৪ মে) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল গ্রামের হতদরিদ্র বর্গাচাষী মো. মাসুদ মিয়া, মো. ঠান্ডু মিয়া ও কাশেম মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল আলম তালুকদার ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল আলম তালুকদার মুঠোফোনে বলেন, ‘দেশে করোনা ভাইরাসের ক্রান্তি সময়ে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল জেলা বিএনপি’র নির্দেশক্রমে যারা অর্থাভাবে ধান কাটতে পারছে না সেসব হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে হতদরিদ্র কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে গোহালিবাড়ী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।’ তিনি আরো বলেন, গেল কয়েকদিন আগেও দরিদ্র কৃষকের মাঝে ধান কাটার জন্য কাস্তে (কাচি) বিতরণ করা হয়েছে।

এ সময় নেতাকর্মীদের ধান কাটার উৎসাহ যোগাতে মতিউল আলম তালুকদারসহ উপস্থিত ছিলেন- ‘ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সরাতৈল ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. পিন্টু মিয়া প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপি’র কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ সকলস্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।

টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল মুঠোফোনে জানান- ‘সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন করোনায় বিভিন্ন সংকটে পড়া দেশের সকল হতদরিদ্র ধান চাষি কৃষকদেন পাশে থাকতে। সে লক্ষে ও নির্দেশে জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদকসহ সকল নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়েছেন। সংকটময় সময়ে কৃষকদের পাশে থাকার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়