আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মোটরসাইকেল উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছলে একইগামী একটি ট্রাক তাদেরকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুইজন গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা গুরুত্বর।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply