আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে ৫০ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার (৮ জুন) জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫২৩৬। এ পর্যন্ত মারা গেছেন ৮৯ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪২৭৬ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮১ জন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯জন, কালিহাতীতে ১৫জন, মির্জাপুরে ৭জন, ধনবাড়িতে ৪জন, সখীপুরে ৩জন, নাগরপুর ও দেলদুয়ারে একজন রয়েছেন। এর মধ্যে থেকে একজন মৃত্যুবরণ করেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply