আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তি কাকুয়া ইউনিয়নের ১৮টি গ্রাম এবং নাগরপুর উপজেলার সলিমাবাদ ও গয়হাটা ইউনিয়নের ১১টি গ্রামের বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই ত্রাণ বিতরণ কার্যক্রম। দেশের বৃহত্তম উন্নয়ন সংস্থার একটি বুরো বাংলাদেশের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।
দুটি উপজেলার তিনটি ইউনিয়নের দুই সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল, ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, একটি করে কাপড়, এক কেজি লবন, ২টি সাবান, মোমবাতি, দিয়াশলাই, ওষুধ, খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পুলক কান্তি চক্রবর্তী, বুরো বাংলাদেশের পরিচালক সিরাজুল ইসলাম, নাগরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, মুস্তাফিজুর রহমান, কাকুয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply