আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে এবার বাবার পর মেয়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় নতুন করে আরও ২ জনের দেহে করোনা শনাক্ত হলো।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার লতিফপুর ইউনিয়নের বরদাম গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তি (উপজেলা কৃষি অফিসের নৈশপ্রহরীর) মেয়ে (০৯) ও গোড়াই ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়া (মীর শরীফ মাহমুদ হাউস) এলাকার বাসিন্দা ব্যবসায়ী (৪৫)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলায় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্র মাধ্যমে, উপজেলার পৌর সদরের বাসিন্দা এক সাংবাদিক আক্রান্তের পর গত ১৬ মে উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বেশ কয়েকজন সাংবাদিকসহ মোট ৭২ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর সাভার এলআরআরসি ল্যাবে পাঠায় মির্জাপুরের স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply