আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন সুকুমার সরকার (৬৭)। লাইনেও দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট আর দেওয়া হয়নি। লাইনে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সুকুমার সরকার বৈলানপুর গ্রামের দীরমনি সরকারের ছেলে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রাজবংশী বলেন, সুকুমার সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও তার পরিবার জানিয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply