মোমিনুল ইসলামঃ
মেলান্দহ উপজেলা ঝাউগাড়া ইউনিয়নের অন্তর্গত ৭৮ নং টুপকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস/২০২৩ ইং যথাযথ মর্যাদা ও ভাব গম্ভীর্যের সাথে উদযাপন করা হয়েছে।
এবছর দিবসে প্রতিপাদ্য “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্ন রঙিন” কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় উক্ত দিবসটি।
দিবসটি উপলক্ষে উক্ত বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, শিক্ষার্থীদের চিত্রাংকন, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাসানুজ্জামান মন্টু তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক দুলাল উদ্দিন সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন উর রশিদ। উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,বলেন আগামী দিনে জাতীয় দিবস গুলো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরো জাঁকজমক ভাবে পালন করব ইনশাআল্লাহ। টুপকারচর এলাকার সর্বস্তরের মানুষদের সহযোগিতা নিয়ে আমি বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে পরিণত করতে বদ্ধপরিকর।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply