শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

টেকনাফে অপহরণকারী চক্রের প্রধানসহ আটক ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৫ Time View

কক্সবাজারের টেকনাফের দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের প্রধানসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আজ শনিবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার আল মঈন এ জানান।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজারে একের পর এক অপহরণ, মুক্তিপণ ও ডাকাতির ঘটনা ঘটছিল। এসব ঘটনায় কক্সবাজার র‌্যাব-১৫ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দাদল দীর্ঘ নজরদারির এক পর্যায়ে তথ্য-প্রযুক্তি মাধ্যমে জানতে পারে, কক্সবাজারের টেকনাফ কেন্দ্রিক এসব অপরাধ ঘটিয়ে আসছিল ছালেহ বাহিনী। পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণের অন্যতম হোতা এই ছালেহ বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছলে উদ্দীনসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশী বিদেশী বিপুল পরিমাণ অস্ত্র, রাম দা, ও গোলাবারুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়