মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও সদরের নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে যুব সংঘের আয়োজনে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মাদারগঞ্জ একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে নারগুন-বি টিমকে পরাজিত করে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী। উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার মুসলেম উদ্দীন, আফসারুল ইসলাম, জিল্লুর রহমান, ডা. আকবর আলী, কাওসার, মামুনুর রশিদ। খেলা পরিচালনা করেন আরিফ হোসেন। সহকারী আবু হোসেন, ফিরোজ ও বকুল।
অংশগ্রহনকারী অন্যান্য দলগুলো হলো-ফাইনালের ২ দল, কহরপাড়া একাদশ, নারগুন যুব সংঘ, ইসলামনগর একাদশ, মাতৃগাঁও ফুটবল দল ও শুকনাপুকুর একাদশ ও শুকনাপুকুর-বি টিম।
ফাইনালে গোলশুন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। পরে মাদারগঞ্জ একাদশ ৩-২ গোলে নারগুন-বি দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। খেলা চলাকালে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মত।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply