মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাতে সদর থানার এস,আই আনিসুর রহমানের নেতৃত্বে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপির উজ্জ্বলকোঠা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকৃত ইজিবাইক সহ শাহীন ওরফে বড় বাউ (২৫), আব্দুল মান্নান (২৬) ও সাগর ওরফে সারজেল (৩৫)’কে আটক করা হয়। অভিযুক্তরা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা বকসের হাট এলাকার তাজমুল হকের ইজি বাইক চুরি করে পালানোর সময় আটক করে স্থানীয় জনতা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বাড়ি সদর উপজেলার মোহাম্মদপুর ইউপির গিলাবাড়ী গ্রামে বলে জানা যায়। তারা দীর্ঘীদন থেকে অটোবাইক, সাইকেল-মোটরসাইকেল, গরু ইত্যাদি চুরির সাথে জড়িত বলে জানান ইজিবাইক মালিক সমিতির সভাপতি সিদ্দিক আলী।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply