ইমরান হোসাইন :
একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনায় নানাভাবে আলোচিত-সমালোচিত হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান স্যরি বলেও পার পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্যরি বললেই কি পার পাওয়া যায়?
স্যরি বলে যদি মাফই পাওয়া যাবে তাহলে দেশে আইন-কানুন থাকার কী দরকার তার বিরুদ্ধে তদন্ত চলছে।
প্রমাণিত হলে স্যরি বললেও তাকে মাফ করা হবে না, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান কে অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে তদন্তে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা সাড়ে ৭ ঘণ্টা পুলিশের বিতর্কিত জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদ শেষে বিকালে সাংবাদিকদের ডিআইজি পদ মর্যাদার পুলিশ কর্মকর্তা বলেন, সাংবাদিক এক ভদ্র মহিলার সঙ্গে আমার কনভারসেশন হয়েছে, এজন্য আমি স্যরি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply