অলিদুর রহমান অলি :
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যায়যায়দিনের সম্মানিত বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
এই বিজয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার পরিবারসহ ইউনিয়নের সকল সংবাদকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। একজন যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করে সভাপতি নির্বাচিত করায় ইউনিয়নের সকল শ্রদ্ধেয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে দেশের গণমাধ্যম আরো সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা করছি আমরা। সুন্দর ও সার্থক হোক আপনার আগামীর পথ চলা।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পরিবার সোহেল হায়দার চৌধুরীর এই বিজয়কে মনে করে সাংবাদিকদের বহুদিনের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনবে। ব্যক্তিগত ভাবে সোহেল হায়দার চৌধুরী বন্ধুবৎসল, বিনয়ী ও সামাজিক একজন ব্যক্তিত্ব, তার সফলতা এবং বিজয় সাংবাদিকদের ভাগ্য আকাশে নতুন দিগন্তের এবং সূচনা আনবে এমনটাই প্রত্যাশা সবার।