ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
“ আগাম ভূট্টা আবাদ করে আউশের আবাদ বৃদ্ধির মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার হ্রস করুন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর বাস্তবায়নে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হারুন-অর-রশিদ (নাউতারা বøক)-এর সার্বিক তত্বাবধায়নে ২৪ এপ্রিল সকাল ১১টায় নীলফামারী ডিমলা উপজেলা নাউতারা বাজার সংলগ্ন গ্রামীন ব্যাংক মাঠ প্রাঙ্গনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রাজস্ব কৃষক মাঠ দলে আদর্শ কৃষাণ-কৃষাণীদের নিয়ে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারনে বাস্তবায়িত ভূট্টা প্রদর্শনী সুপার সাইন-২৭৪০ মাঠ দিবসে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল করিম শাহীন- এর সঞ্চালনায় নাউতারা আবিউনন্নেছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ত ম ফজলুর রহমান সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ সেকেন্দার আলী। বিশেষ অথিতি হিসেবে বক্তাব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুর রহমান, গৌরাঙ্গ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার চিত্ত রঞ্জন রায়।
এ ছাড়াও বক্তব্য রাখেন, আদর্শ কৃষাণ-কৃষাণীদের পক্ষে মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সুপার সাইন ২৭৪০ জাতে ভূট্টা চাষে কৃষি অফিসারদের পরামার্শ অনুযায়ী লাভবান হই।
অতপর, প্রধান অথিতি তার বক্তব্যে মাটির ১৬টি উপাদান, মাটিকে সতেজ রাখা, ফসলের রোগ বালাইয়ের লক্ষন ও প্রতিকার, অল্প জমিতে বেশি ফলন পরামার্শের পাশাপশি মাদক, জুয়া, বল্যবিবাহ প্রতিরোধ ও অসমাজিক কার্যকলাপ থেকে সকলকে উঠে আসার আহব্বান জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply