নীলফামারী প্রতিনিধিঃ
গত তিনদিন ধরে ভারী বর্ষণের ফলে নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন দুদিয়া পাড়া গ্রাম প্রায় দুই থেকে আড়াই শত পরিবার তিন দিন যাবৎ পানিবন্দি। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষজন সহ গবাদিপশু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাদের চলাচলের মেইন রাস্তাটি বৃষ্টির স্রোতধারা বেগবান হওয়ায় খন্ড বিখন্ড হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েছে ওই এলাকার দুই থেকে আড়াইশত পরিবার।অপূরনীয় ক্ষতি সাধিত হচ্ছে অনেকের।পুকুরের মাছ,ধান বীজ শাক সবজি সমূলে বিনষ্ট হয়েছে।
ধ্বংসাবশেষের হাত থেকে উদ্ধারের ব্যাপারে চেয়ারম্যান আমিনুর রহমান বলেন আমি আমার সাধ্যমত যা সহায়তার প্রয়োজন তা অব্যহত রেখেছি।পানি নিষ্কাশন এর ব্যাপারে যেখানে কথা বলে দ্রুত পানি নিস্কাশন হবে সে ব্যবস্থাও নেয়া হচ্ছে। খবর পাওয়া মাত্র ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী পওর শাখা-১ এর কর্মকর্তা রবিন ফিরোজ ডালিয়া জলঢাকা ধুম নদীর রেগুলেটরের জল কপাট পূরটাই খুলে দেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply