ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও কোভিড-১৯ ভাইরাসের প্রার্দূভাব এড়াতে নীলফামারী ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নের পল্লী উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে স্বল্প পরিসরে কিছু কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন, সমিতিটির পরিচালক ও সমাজ সেবক মহসিন আলী কাল্টু। বৃহস্পতিবার সকালে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৫ শত নিতান্তই দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত সুবিধা ভোগীদের উদ্দেশ্যে করনাকালীন সচেতনতামূলক বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন। তিনি বলেন, বৈশ্বিক এই দূর্যোগকালীন অবস্থায় পল্লী উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক ও সমাজ সেবক মহসিন আলী কাল্টু, আমার ইউনিয়নের ৫ শত পরিবারের মাঝে যে খাদ্য সামগ্রী বিতরণ কললেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।’ সেই সঙ্গে তিনি সমাজের আরও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সমবায় সমিতির এ উদ্যোগকে কীভাবে দেখছেন এ ব্যাপারে কথা হয় উপকারভোগী ময়না, হবিবর রহমান, লাইলী বেওয়া, সেরিনা বেগম, আমিনুর রহমানের সাথে। তারা বলেন, “কাল্টু ভাই প্রত্যেকবারে রোজার সময় কাপড়- চোপড়, সেমাই, চিনি, চাউল দেয়, কিন্তু এবারতো অভাব বেশি, এই চাউল ডাইল দিয়া হামার খুব উপকার হইবে।
তার এ উদ্যোগের ব্যাপারে কথা হলে তিনি বলেন, ‘দেশের এ ক্রান্তি লগ্নে আরও বেশি উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও সে সামর্থ আমার নেই। আল্লাহ তৌফিক দান করলে আমি সবসময় মানুষের পাশে থাকব । সৃষ্টিকর্তা যেন করোনা ভাইরাসের কবল থেকে দেশের সবাইকে রক্ষা করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply