রবিউল হক রতন, ডোমার (নীলফামারী)প্রতিনিধি :
শ্রমিক সংকট নিরসনে স্বল্প সময়ে ধান কাটতে নীলফামারীর ডোমার উপজেলায় কৃষকের হাতে একটি কম্ববাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেছেন এমপি আফতাব উদ্দিন সরকার ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে¡ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ব্যবস্থাপনায়, সামাজিক দুরত বজায় রেখে
কম্ববাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান আনিস,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,কৃষি সম্প্রসারন অফিসার হাসিনুর রহমান,কৃষক হাফিজুর রহমান বকুল প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান আনিস জানান, উপজেলা কৃষি সম্প্রসারন ব্যবস্থাপনায় ২৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এসিআই কোম্পানীর নিকট থেকে ক্রয় করে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষক হাফিজুর রহমান বকুল কে ৫০ ভাগ টাকা সরকার ভর্তুকি দিয়ে উক্ত মেশিনটি হস্তান্তর করা হয়েছে। মেশিনটি প্রতি ঘন্টায় এক একর জমির ধান কর্তন করবে বলে জানিয়েছেন তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply