ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
“পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি”এ শ্লোগান কে সামনে রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ “শো” প্রকল্পের আওতায় মা ও শিশু মৃত্যুরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিমা হকের সভাপতিত্বে ল্যাম্ব এর ফিল্ড-কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আবু জাফর, ডাঃ সুতপা বণিক, মোস্তাফিজার রহমান, রায়হান বারী, ল্যাম্ব শো প্রকল্পের এ্যাসিটেন্ট প্রজেক্ট ম্যানেজার আলতাফ হোসেন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহামুদুল হক চয়ন, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট প্রমূখ বক্তব্য রাখেন। পরিকল্পিত পরিবার গঠনের পাশাপাশি শিশু বিবাহ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে ল্যাম্বের পাশাপাশী সরকারী ডাক্তার ও স্বাস্থ্য কর্মীসহ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সক্রিয় হওয়ার আহবান জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply