ডোমার (নীলফামারী)প্রতিনিধি :
নীলফামারীর ডোমার পৌরসভায় জিআর প্রকল্পের ২ মেঃটন চাল বিতরন করলেন পৌর প্রসাশন।
রবিবার(১০ মে) দুপুরে পৌর মেয়রের চাতালে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় ,নির্মান শ্রমিক, রিক্সা, ভ্যান, কুলি, হোটেল কর্মচারী অটো, ডেকোরেটর শ্রমিক, বাস মিনিবাস শ্রমিক,কার-মাইক্রো শ্রমিক,লোড-আনলোড শ্রমিক,দর্জি,মুচি,সেলুন কর্মচারী সহ দুস্থ্য, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ২ মেঃটন চাল ও নগদ অর্থ ১২ হাজার টাকা বিতরন করেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও করোনা মোকালোয় উপজেলার সকল হাট-বাজার, দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ । এই দুস্থ্য, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের সহায়তা দিতে সরকার ৮ম ধাপে জিআর প্রকল্পের ০২ মেট্রিক টন চাল নগদ অর্থ ১২ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।
এ সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ০২ শত লোকের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাউল নগদ অর্থ ৬০ টাকা করে বিতরণ করা হয়।
পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, এর আগে প্রথম পর্বে ২ এপ্রিল সরকারের বরাদ্ধকৃত জিআর প্রকল্পের ২ মেঃটন চাউল বিতরণ করা হয়েছে ৪ শত মানুষের মাঝে । দ্বিতীয় ধাপে ৯ এপ্রিল ৫ মেঃ টন চাউল ৫ শতাধিক পরিবারকে দেয়া হয়।৩য় ধাপে ৪ মেঃটন চাল ৪ শত মানুষের মাঝে বিতরন করা হয়েছে। চতুর্থ ধাপে ১২মেঃটন চাল ১২শত মানুষের মাঝে বিতরন করা হয়। (৩০ এপ্রিল) বৃহস্পতিবার ৫ম ধাপে ১৯/০৪/২০ইং স্বারক নং ১২০৪ মোট বরাদ্দ ০৪ মেঃটন চাল ও নগদ অর্থ ৪০ হাজার টাকা ও ৬ষ্ঠ ধাপে ২৩/০৪/২০ইং স্বারক নং ১২২৮ মোট বরাদ্দ ৪ মেঃটন চাল ও নগদ অর্থ ২৪ হাজার টাকা সর্বোমোট ০৮ মেঃটন চাল ও নগদ অর্থ ৬৪ হাজার টাকা এবং ৭ম ধাপে, স্বারক নং ১২৪৫ মোট বরাদ্দ ৪ মেঃটন চাল ও নগদ অর্থ ২৪ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ৩০ হাজার টাকা মুল্যের গুড়ো দুধ ১২৭ টি শিশুর মায়েদের হাতে দেওয়া হয়।
৮ম ধাপে ১৩১৮নং স্বারকে ১০/০৫/২০ইং ০২ মেঃটন চাল ও নগদ অর্থ ১২ হাজার টাকা ডোমার পৌরসভার ৯টি ওয়ার্ডে ০২ শত অসহায় , দুস্থ্য, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে বিতরন করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply