ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ড্রেনের পানি উপচিয়ে রাস্তা তলিয়ে যাওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা। ফলে বৃষ্টির পানি ছাড়াই দুর্গন্ধযুক্ত পানি রাস্তা তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন ব্যবসায়ী ও চলাচলরত পথচারীরা। সরেজমিনে, ভূঞাপুর পৌরসভার কলেজ রোড এলাকায় এমন বেহাল দশার চিত্র দেখা যায়।
কলেজ রোডের রং ব্যবসায়ী কামাল হোসেন বলেন- ‘অনেক সময় সকালে এসেই দেখি ড্রেনের পানিতে রাস্তা তলিয়ে যায়। এতে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে এলাকাজুড়ে। ময়লা পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় গ্রাহকরা দোকানের সামনে আসতে পারে না’।
সিমেন্ট ব্যবসায়ী নওশের আলী খান বলেন- ‘পানির দুর্গন্ধে দোকানদারী করা কঠিন। বিষয়টি পৌর মেয়রকে জানানোর পর তার গাড়ি চালক আব্দুল আলীম রাস্তার বেহাল দশার চিত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন’।
কলেজ রোডের ব্যবসায়ীরা বলেন- ‘পৌরসভার মধ্যে এই কলেজ রোডটি খুবই জনগুরুত্বপূর্ণ। কলেজ রোড ছাড়াও মোবাইল মার্কেট এলাকা নামে বেশ পরিচিত রাস্তাটি। এই রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও তা সংস্কারে পৌরসভা কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। প্রতিনিয়ত বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানিতে রাস্তা তলিয়ে যায়’।
পৌরসভার এই কলেজ রোডের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কথা স্বীকার করে ভূঞাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুকোমল রায় বলেন- খুব দ্রুতই ড্রেনের কাজ করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply