Amar Praner Bangladesh

ঢাকায় পৌঁছেছে সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহ

ডেস্ক রিপোর্ট :

প্রবীণ সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকা এসেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটটি।

এদিকে গোলাম সারওয়ারের মরদেহ ঢাকায় আনার পর তার উত্তরার বাসভবনে নেওয়া হবে। পরে রাতে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল বুধবার (১৫ আগস্ট) তার জন্মস্থান বরিশাল বানারীপাড়ায় মরদেহটি নেওয়া হবে। সেখান থেকে রাতে ঢাকায় এনে আবার হিমঘরে রাখা হবে।

এরপর বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় সমকাল কার্যালয়, ১১টা থেকে সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার ও বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা ও জানাজা শেষে বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, সাংবাদিক গোলাম সারওয়ার সোমবার (১৩ আগস্ট) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, সোমবার বিকেল ৫টায় গোলাম সারওয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সময়টিভি