Amar Praner Bangladesh

ঢাকায় ফিরেছেন মুশফিক-তামিমরা

জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে এক সপ্তাহের ট্রেনিং ক্যাম্প শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন। একদিনের বিশ্রাম শেষে রবিবার থেকে ফের শুরু হবে অনুশীলন।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-তামিম-রিয়াদরা।

এর আগে বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের শেষ দিনের খেলা ভেস্তে যায়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল মাঠে গড়ায়নি কোনো বল। ড্রতেই শেষ হয় মুশফিকের লাল ও তামিমের সবুজ দলের খেলা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য এবার অনেক আগেই প্রস্তুতি শুরু করেছে জাতীয় দল। ১০ জুলাই শুরু হয় ফিটনেস ক্যাম্প। এরপর স্কিল অনুশীলন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের এক টেস্ট হবে চট্টগ্রামে। তাই বন্দরনগরেও এক সপ্তাহের অনুশীলন করেন মুশফিকরা। অনুশীলনের অংশ হিসেবেই ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে তিন দিনের একটি অনুশীলন ম্যাচে অংশ নেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে স্বাগতিকদের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথমটি ২৭ আগস্ট থেকে ঢাকায় আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হওয়ার কথা।