চাঁদনী আক্তার রেখা:
কাস্টম ব্যবস্থাপনায় ঢাকা কাস্টম হাউসের নতুন উদ্যম , বৈদেশিক বানিজ্য তথা আমদানী রপ্তানীতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলছে কাস্টম হাউস । দেশের সাথে বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ সম্প্রসারনের লক্ষ্যে বানিজ্য ও ট্যারিফ উদারিকরন এবং ফ্যাসিলিটেশনের পাশাপাশি চোরচালান রোধ, পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষনে কাস্টম হাউসের ভূমিকা ব্যাপক ।
আর এ লক্ষ্য নিয়ে কাজ করে চলছে ঢাকা কাস্টম হাউস। জানা যায় রাজস্ব আহরন, চোরাচালান প্রতিরোধ, নিরাপদ বানিজ্য, মানি লন্ডারিংসহ আর্থিক অপরাধ প্রতিরোধ, শাহজালাল বিমান বন্দরে যাত্রীসেবা প্রদান এবং প্রতিদিন গড়ে ৫ হাজারটি বিল অব এন্টি দাখিল কাস্টম আনুষ্ঠানিকতা সম্পাদন করছে ঢাকা কাস্টম হাউস।
ঢাকা কাস্টম হাউসে এক ঝাক তরুন কর্মকর্তা টিম ওয়ার্কের ভিত্তিতে আমাদানিকারক, সিএন্ড এফ এজেন্ট এবং বিমান বন্দরে দায়িত্বরত সংস্থাগুলোর সংঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। আর এই সকল কাজের উৎসাহ যোগানদাতা বর্তমান কাস্টম কমিশনার । তার লক্ষ্য মাত্রা আধুনিক ডিজিটাল উন্নয়নশীল দেশের মতো কাস্টম হাউসকে সাজিয়ে দেশের আমদানী রপ্তানীতে নতুন মাত্রা যোগ করা ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply