তাছলিমা আক্তার প্রীতি:
সারা দেশে চলছে ফিটনেসবিহীন গাড়ী ধর পাকড়ের মহাউৎসব। একের পর এক দুর্ঘটনায় সরকার এ রকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এসব কারণে রাস্তায় গাড়ী সংকটে যাত্রীদের নেমে এসেছে ভীষন কস্ট । সুপ্রভাত সহ অনেক গাড়িই বন্ধ, এই দিকে ঢাকা- গাজীপুর ময়মনসিংহ মহাসড়কে রাস্তার খোড়াখুড়ি , বড় বড় গর্তে জনসাধারন চলাফেরা করতে পারছে না ঘটছে বড় বড় দুঘটনা। বেশ কয়েক বছর ধরে গাজিপুর মহাসড়ক এতটাই খারাপ যা নিজের চোখে না দেখলে বিশ^াস হবে না ।
এদিকে মেয়র জাহাঙ্গীর আলম যদিও নতুন গাড়ি নামানোর প্রতিশ্রæতি দিয়েছে তা কবে নাগাত কার্যক্রম হবে কোন নির্দিষ্ট সময় কেউ জানে না , অনেকে মনে করছে গাছে কাঁঠাল গোফে তেল। গাজিপুর বাসির গাড়ীর অভাব এবং রাস্তার বেহাল অবস্থায় চলাফেরায় জনজীবন অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন কি অনেক জায়গায় রিক্সাও বন্ধ করে মানুষকে আরো দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে ।
বিষয়টি দেখার কেউ নাই, যখন ভালো কিছু করবে তখন সব বন্ধ করবে। কিন্তু মানুষের বর্তমান কষ্টটাতো সবার বুঝা উচিত বলে মনে করে গাজিপুর বাসী।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply