শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন

ঢাকা- চট্টগ্রাম ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ নিচে গাড়ির ভয় ওপরে ছিনতাইকারীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৭৬ Time View

শের ই গুল:

 

চাকরিজীবি, শ্রমিক, অভিভাবক ও শিক্ষার্থী সবাই জীবনের ঝুকি নিয়ে পার হচ্ছেন রাস্তা। ফুটওভার ব্রিজ থাকা সত্তে¡ও তা ব্যবহার হচ্ছে না। সময় বাঁচাতে ঝুকি নিচ্ছেন তারা । ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে প্রান। রাজধানীর গুলশান -বাড্ডা লিংকরোড, উত্তরা সহ অনেক স্থানেই আছে পরিচ্ছন্ন ও সুসজ্জিত ফুটওভার ব্রিজ। ব্রিজের ওপরে বড় বড় প্লাস্টিকের টবে লাগানো হচ্ছে বাহারী ফুল গাছ যদিও সঠিক পরিচর্যার অভাবে বেশির ভাগ গাছ মরে শুকিয়ে গেছে। ফুট ওভার ব্রিজের ওপর স্থাপন করা আছে বাতি সন্ধার পর পুরো এলাকা যেন আলো জলমল হয়ে উঠে ।

 

এত সব ব্যবস্থা থাকার পরও পথচারীর পা পড়ে না ওভারব্রিজে এর কারণ খুজতে গিয়ে বেশ কিছু কারন অনেকে দেখান।প্রথমত আমরা অলস জাতী।সামন্যতম কষ্ট আমরা করতে চাই না বাধ্যতামূলক কোন কিছু না হলে অথ্যাৎ সঠিক আইনের প্রয়োগ অনেকটা বাঙালী জাতীকে সোজা করতে পারবে বলে জানায় অনেকে। নিচে গাড়ির ভয় আর উপওে হাইজাকের ভয়েও অনেকে ফুটওভারব্রিজ ব্যবহার করে না ।

 

তাছাড়া ভাসমান পতিতা, মাদক সেবন কারী অনেক ওভারব্রিজে লাওয়ারিশ কুকুরের আবাসস্থল হয়ে যাওয়াতে ফুটওভারব্রিজের যত্রতত্র মলমুত্র আবর্জনায় বিশ্রি পরিবেশে কেউ উঠতে চায় না ফুটওভার ব্রিজে। অনেকে সময় ক্ষেপনকেও দায়ী করে জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার করে। ফেরিয়ালাদের এমন অবস্থা বাপকা মাল দরিয়ামে জাল ফুটওভারব্রিজের নিচের মুখে উপড়ে হাতল ঘেষে নানা রকম ফেরিওয়ালা নিজ প্রয়োজনীয় অনেক কিছু বিক্রি করছে তাদের দাপটে লোকের ভীরে পকেটমার দুষ্টলোক সহ ইভটিজিং কারীর সূযোগ পায়। ফলে প্রচন্ড ভীরে অনেক ফুট ওভারব্রিজে হাটাচলা ব্যানার, ফেস্টুন, পরিবেশবাদি কথা , সরকার দলীয় বড় বড় বিলবোর্ড, আছে হাজার হাজার তার বিদ্যুৎতের লাইনসহ ঝুলছে রশি-দরি ছিড়া ব্যানার সহ সব কিছুই শোভা পায় ফুটওভারব্রিজে। অনেক ফুটওভারব্রিজে আবার বৃষ্টির পানি জমে কর্দমক্ত হয়ে হাটার ব্যবস্থার অনউপযুগী হয়ে গেছে।

 

তাছাড়া কিছু ফুটওভারব্রিজ বড় গাড়ি গেলে কেপে উঠে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে বিপদজনক হয়েগেছে যেকোন সময় পথচারীর পা আটকে দুর্ঘটনা ঘটতে পারে। নিদিষ্ট জায়গায় ফুটওভারব্রিজ না দিয়ে এতোঠাই দৃরে মানুষ সময় বাচাতে জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। জনসচেতনার অভাব রাস্তার মাঝে ডিভাইডেট না থাকা ঘন ঘন রাস্তা খোড়াখুড়ি ফুটওভারব্রিজ ব্যবহারের অনেকটাই অন্তরায় হয়ে দাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়