ঘাটাইল প্রতিনিধি :
দেশের জনপ্রিয় দৈনিক আমার সংবাদের ঢাকা বিভাগের উপজেলা পর্যায়ে বর্ষ সেরা প্রতিবেদক- ২০২০ নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল ঘাটাইল উপজেলার আব্দুল লতিফ।
সোমবার (৭ ডিসেম্বর) ঘাটাইলের প্রতিনিধি আব্দুল লতিফকে ঢাকা ক্রিয়া সংস্থা ভবনে বর্ষ সেরা পুরষ্কার তুলে দেন দৈনিক আমার সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা।
বর্ষ সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় আব্দুল লতিফ দৈনিক আমার সংবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মান আমার জন্য অনেক গৌরবের। সমাজের অবহেলিত মানুষের জন্য কলম হাতে তুলে নিই তাদের দুঃখ-দুর্দশা সমাজ ও দেশে মানুষের কাছে তুলে ধরি। এই সম্মান মহান পেশা সাংবাদিকতার প্রতি আমার দায়িত্ব আরও অনেকগুণ বাড়িয়ে দিল। আমি ধন্যবাদ জানাই দৈনিক আমার সংবাদের সম্মানিত সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে।
আব্দুল লতিফের বাড়ি টাঙ্গাইল ঘাটাইল উপজেলার ঘাটাইল পৌরসভার ৬নং ওর্য়াডের পশ্চিম পাড়া গ্রামে। তিনি ২০১৬ সাল থেকেই দৈনিক আমার সংবাদে ঘাটাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন।এছাড়াও তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখা সাধারণ সম্পাদক,ঘাটাইল প্রেসক্লাব যুগ্মসাধারণ সম্পাদক, এশিয়ান টিভি উত্তর টাংঙ্গাইল প্রতিনিধি, দ্যা এশিয়ান এইজ এর ঘাটাইল প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের দেশবাশী ঘাটাইল প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply