এম.আর রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি ঃ
ঢাকা-মাওয়া মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার মহাসড়কের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় সকাল ১০টার দিকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসের ওভারট্রেকিংয়ের কারনে দুই বাসের সংঘর্ষে স্বাধীন পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পরে যায় এতে করে ঐ বাসের ১৫ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের রেখে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোঃ বাহারুল বলেন মাওয়া গামী ইমাদ পরিবহন ও ঢাকা গামী স্বাধীন পরিবহনের বাস দুইটি ওভারট্রেকিংয়ের কারনে দূর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। স্বাধীন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪ ৮২০০) পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply